ওয়েবডেস্ক- গোয়ায় (Goa) আম আদমি পার্টির (APP) ইন চার্জ হলেন অতিশী মারলেনা (Atishi Marlena)। শুক্রবার আপের প্রশাসনিক পদে রদবদল হয়। সেখানেই বর্ষীয়ান নেত্রী অতিশীকে গোয়ায় আপের নয়া ইনচার্জের (প্রভারী)-এর পদে নিযুক্ত করা হয়। এই পদে আগে ছিলেন পঙ্কজ গুপ্তা। অসুস্থতার কারণে তিনি সরে দাঁড়ানোর পর স্থলাভিষিক্ত হলেন অতিশী (Atishi)।
এক্স হ্যান্ডেলে আপ-এর পক্ষ থেকে জানানো হয় গোয়ার আপের ইন চার্জ (Aam Aadmi Party in-charge) হিসেবে নিযুক্ত করা হল অতিশী মারলেনাকে। তাঁর এই নতুন দায়িত্বের জন্য অনেক অনেক শুভেচ্ছা। এক অস্থির রাজনৈতিক চাপান উতোরের মধ্যেই অতিশীর নিয়োগ হল।
এর আগে এক সংবাদ সম্মেলনে আতিশী অভিযোগ করেন যে বিজেপি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) (ED) এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) (CBI) এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে অপব্যবহার করে তাদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার কাজ পুনরায় শুরু করছে।
আরও পড়ুন- ভারতীয় বাহিনীতে যুক্ত হল নতুন অল আর্মস ব্রিগেড!
অতিশী কেন্দ্রীয় এজেন্সিগুলিএ সুপ্রিম কোর্টের (Suprme Court) পর্যবেক্ষণ উল্লেখ করে ‘খাঁচায় বন্দি তোতাপাখি’ বলে মন্তব্য করেন। অতিশীর অভিযোগ, এতদিন ধরে ইডি, সিবিআই তদন্ত করে বিজেপি নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। আপ নেত্রীর গুজরাটের ভিসাবাদর উপ নির্বাচনের (Visavadar by-election in Gujarat) কথা উল্লেখ করে বলেছেন, বিজেপি রাজ্যের সম্পদের ব্যাপক অপব্যবহার করার পরেও আপ সেখানে জয়লাভ করেছে।
Announcement 🚨
👉 AAP Leader @AtishiAAP has been appointed as the Prabhari for the state of Goa.
Best wishes to her on the new responsibility. pic.twitter.com/Wiyxqpc7tV
— AAP (@AamAadmiParty) July 25, 2025
অতিশীর প্রশ্ন, কেন এখন আপ নেতাদের বিরুদ্ধে ইডি মামলা পুনরায় খোলা হচ্ছে? এটা কোনও কাকতালীয় ঘটনা নয় – এটা ভিসাবাদরে আমাদের উপনির্বাচনের জয়ের প্রতিশোধ ছাড়া আর কিছুই নয়।
অতিশীর আরও অভিযোগ, ভিসাবাদরে জিততে মরিয়া ছিল বিজেপি। যার জন্য যত রকম ক্ষমতার অপব্যবহার করা যায়, সব করেছিল। পুলিশি সুরক্ষায় গুজরাটে মদ বিতরণ করা হয়েছিল। এছাড়াও আপ কর্মীদের ভয় দেখানো, প্রাণনাশের হুমকি, এমনকী দলত্যাগের প্রস্তাবও দেওয়া হয়। বিজেপি এখানে গণতান্ত্রিক প্রতিযোগিতার পরিবর্তে হেনস্থা করে জিততে চেয়েছিল। আসলে গুজরাটের মতো জায়গায় আপের ক্ষমতা বিজেপি মেনে নিতে পারছে না।
দেখুন আরও খবর-